বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭

প্রতিশোধ

ঘরের মেঝেতে পরে আছে
বোনের অর্ধনগ্ন লাশ, সায়ানাইডের বোতল, একটা চিরকুট।
চিরকুটে লেখা-
'এ ঘরে ঈশ্বর ছিলনা, মাষ্টার দা ছিল'

ধর্ষণ আজকাল শিক্ষা যার দায়িত্ব পালন করে গৃহশিক্ষক
কৃতজ্ঞ হলাম।
বোন সর্বোৎকৃষ্ট শিক্ষায় শিক্ষিত হয়েছে
মন খুলে হাসলাম।
ফ্রিজ খুলে গোটা পাঁচেক মিষ্টি গিললাম ক্ষুধার্তের ন্যায়
খুশির খবরে মিষ্টি খেতে হয়।
গোটা কয়েক মিষ্টি ঠুসে দিলাম বোনের মুখেও
এটা অভ্যাস।

সংবিধান অনুযায়ী ধর্ষিতা এবং সেচ্ছামৃতদের ময়নাতদন্ত হয় !
বোনের জন্য মায়া-
চিরকুট পুড়িয়ে ফেললাম
চোখ বেঁধে ধুয়ে ফেললাম বোনের রক্তাক্ত যোনী।
প্রমানহীন সকল মৃত্যুই স্বাভাবিক মৃত্যু; ময়নাতদন্ত হয়না
বাঁচা গ্যালো।

ধর্ষিতা'কে কবরে নামানোর আগে শেষবার গোসল করাতে গিয়ে
জমিরণ চাচী চেচিয়ে বললেন,
'সর্বনাশ ! মাইয়া তো রেপ হইছে' !
যা শালা !
মাথায়ই আসেনি;
ধর্ষকের নখের আঁচড়ে, দাঁতের কামড়ে ছিলে গ্যাছে ধর্ষিতার গলা, স্তন এবং নাভি
খিস্তি দিলাম নিজেকে।

পুলিশ'রা দায়িত্ব পালনে সচেতন বিধায়
বোনের শরীরের সর্বশেষ পরমেশ ছিল তিন জন ডোম।
আমার ধারণা, তাদের কেউ একজন আক্ষেপ করে বলেছিল;
'ইশ ! এমন একটা মাল জিন্দা অবস্থায় পেলে' !

অ-বিচার যেখানে এদেশের প্রধান সংবিধান
সেখানে বিচারের স্বপ্ন দ্যাখে- মূর্খ।

এক বন্ধুর থেকে নতুন একটা শব্দ শিখলাম- 'প্রতিশোধ'।
একদিন !
মাষ্টারের বোনকে ধর্ষণ করে ফেলে রাখলাম রাস্তায়।
পরেরদিন লোকমুখে সে ধর্ষণের খবর
আমি দেবশিশুর মত হাজির মাষ্টারের সামনে;
বললাম, 'আমি আপনার ধর্ষিত বোনকে বিয়ে করতে চাই'।

বাসর রাতে স্ত্রীর মুখে শুনেছিলাম সেই ধর্ষকের বর্বরতার গল্প
হাসি পায়; আমাদের প্রথম সঙ্গমে আমার স্ত্রী সেই ধর্ষণকারীকে চিনতে পারেনি।

উল্লেখ্য, বোনের বিয়ে সম্পন্ন হতেই মাষ্টার আত্মহত্যা করেছিল।

সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭

মনুষ্যত্বের খুন

১৩৮ নাম্বার মানুষটাকে খুন করার পরে
আমার সঙ্গে দ্যাখা হয়েছিল একজন কবি'র।
খুন করা আমার প্রিয় হবার পরেও আমি তাকে মারিনি কারণ-
তার বুকে প্রেম ছিল।
১৩৯ নাম্বার মানুষটাকে মাফ করার পরে
আমার সঙ্গে দ্যাখা হয়েছিল একজন প্রেমিকা'র।
খুন করা ছেড়ে দেবার পরেও আমি তাকে মেরেছি কারণ-
তাকে না পাবার কষ্টেই আমি প্রথম খুনটা করেছিলাম।
উল্লেখ্য, সেটা ছিল মনুষ্যত্বের খুন।

সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭

ঈশ্বর তার প্রেমিক

তোমার কবিতা ভালো লাগে বলে 
লক্ষ লক্ষ সাদা কাগজের জীবনে- 
কলঙ্কের কালি মেখেছি প্রতিরাতে ! 
হরেক রকম কালি দিয়ে হরেক রকমের কবিতা লেখার চেষ্টায়; 
কাগজ ধর্ষক হয়েও জন্ম দিতে পারিনি কোনো নবজাতক কবিতার। 

ভাবছি, এবার তোমাকে ভুলে কাগজের সাথেই ঘর বাঁধব ! 
কবিতায় লিখব সাদা কাগজ আর আমার প্রেমের গল্প।
আচ্ছা, বিষাদের নীল রঙ দিয়ে কি প্রেমের কবিতা লেখা যায়? কিংবা, লাল রঙ দিয়ে বিষাদের কবিতা?

থাক। বিষাদের কথা বাদ দাও। 
আমি তোমার আর ঈশ্বরের প্রেমের কবিতা লিখব। 
লাল কিংবা নীল রং দিয়ে নয় ! 
কালো রঙ দিয়ে লিখব। 
যে রঙ বহন করবে আমার অন্তরের সবটুকু শোক আর ক্ষোভ।

তার স্তন আমাকে ভোলেনি

তার সাথে আমার ছোটবেলার প্রেম 
তখনও তার স্তন অন্তর্বাস ছুঁয়ে দ্যাখেনি। 
সে প্রেম বুঝত না; 
ভাললাগা আমি কিছুমাত্র বুঝতাম। 

আমি তাকে দেখেছি- 
সে তখন চুলে দুই বেনী করত 
বুকের ওড়নাটা ড্রয়ারেই রাখত 
ঋতুস্রাব শব্দটা শুনলেই চমকে উঠত। 

আমার সাথে তার বয়ঃসন্ধির প্রেম 
তখনও তার স্তন কোন হাতের স্পর্শ পায়নি। 
সে সঙ্গম বুঝত না; প্রেম আমি কিছুমাত্র বুঝতাম। 

আমি তাকে দেখেছি- 
সে তখন মা'কে দিয়েই অন্তর্বাস কেনাত 
ঋতুস্রাবে ভেজা পায়জামাটা গুঁজে রাখত 
সঙ্গম শব্দটা শুনলেই আতকে উঠত। 

তার সাথে তার নতুন প্রেমিকের প্রেম 
তখনও তার স্তন আমার হাতের স্পর্শ ভোলেনি।

আমাদের প্রথম দুর্ঘটনা

প্রেম অপ্রেমের মাঝখানে সিদ্ধান্তহীনতায়
তার চোখে হাজারবার নিজেকে হারিয়ে ফেলেছিলাম।
তখন, তার সোনালী চোখ বলত
'আমার প্রেমে পরো'।
তার হাতভর্তি লাল চুড়ি বলত
'আমার প্রেমে পরো'।
তার আলতা রাঙা পা বলত
'আমার প্রেমে পরো'।

তার প্রেমে পড়ার এক লক্ষ বছর পর-
দুটো পা শেষবারের মত আলতায় সেজেছিল।
আলতা'র সৌন্দর্যে মৃতপ্রায় অবস্থায়;
আমার চোখের জল বলেছিল ভালবাসি।
৩১৩ দিন পর তার কোলে তার প্রথম সন্তান
আমার সন্তান আমার প্রেমিকার কোলে।

সেটা ছিল আমাদের প্রথম দুর্ঘটনা
ঈশ্বরের কথায় আমি সেদিন কবর দিয়েছিলাম;
প্রেমিকার লাল চুড়ি, লাল আলতা-
এবং রক্তে মাখা দুটো পা !

স্বপ্নদোষ

আমার প্রেমিকার মন খারাপ;
আমি লোভাতুর হয়ে যাই।
আমার প্রেমিকার গোমরা মুখ;
আমি সুউচ্চ মন্দির ছুঁতে চাই।
আমার প্রেমিকার চোখে জল;
আমি মাতাল হয়ে যাই।
আমার প্রেমিকার আর্তনাদ;
আমি জিহ্বায় গুহার স্পর্শ চাই।
আমার প্রেমিকার চিৎকার;
আমি সঙ্গমে লিপ্ত হয়ে যাই।
আমার প্রেমিকার হাসিমুখ;
আমি নিস্তেজ হয়ে যাই।

টের পাচ্ছি

আমি টের পাচ্ছি
টের পাচ্ছি তার অস্তিত্ব
সে ঈশ্বর; আমি তার সাথে গল্প করেছি।
 
আমি টের পাচ্ছি
টের পাচ্ছি সে কাঁদছে
সে প্রেমিকা; আমি তার সাথে রাগ করেছি।