আমার স্বপ্ন একজন মৃত মানুষ
তার হাতে একটা কলম
তার হাতে একটা ডায়েরী
তার কাফনের কাপড়ে লেখা;
কবির মৃত্যু হয়, কবিতার নয়।
বুঝি সে কবি- তার মৃত্যু হয়েছে।
তার হাতে একটা কলম
তার হাতে একটা ডায়েরী
তার কাফনের কাপড়ে লেখা;
কবির মৃত্যু হয়, কবিতার নয়।
বুঝি সে কবি- তার মৃত্যু হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন