শেষবার তাকে দেখেছিলাম;
সে সাদা শাড়ী পরে ছিল
তার হৃদপিণ্ড ছিলনা
চোখ ছিল বাক্সবন্দি যেন দুটো মার্বেল !
সে সাদা শাড়ী পরে ছিল
তার হৃদপিণ্ড ছিলনা
চোখ ছিল বাক্সবন্দি যেন দুটো মার্বেল !
সে আমাকে দ্যাখেনি
আমি তার দেয়া পাঞ্জাবী পরেছিলাম
আমার চোখে অশ্রু ছিলনা
আমার প্রেমিকা আত্মহত্যা করেছিল।
আমি তার দেয়া পাঞ্জাবী পরেছিলাম
আমার চোখে অশ্রু ছিলনা
আমার প্রেমিকা আত্মহত্যা করেছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন