শেষ পাপমুক্ত হয়েছিলাম
গত রাতে
আজ আর পাপ করার সাধ্য নেই।
শুনেছি,
পাপের শবদাহে অনেক খরচ
আমি বরং সে খরচ দিয়ে ঘুরে আসব ব্রোথেল
প্রেম করব অরুর সাথে।
গত রাতে
আজ আর পাপ করার সাধ্য নেই।
শুনেছি,
পাপের শবদাহে অনেক খরচ
আমি বরং সে খরচ দিয়ে ঘুরে আসব ব্রোথেল
প্রেম করব অরুর সাথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন